‘সেঞ্চুরি’ ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন লিটন দাস

0

স্পোর্টস ডেস্ক ॥ দেশের ক্রিকেটাঙ্গন মেতে আছে মুশফিকুর রহিমের শততম টেস্ট নিয়ে। কিন্তু লিটন দাসের জন্যও এই ম্যাচটি স্পেশাল। কারণ, আজকের ম্যাচটি প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের শততম ম্যাচ। এই ম্যাচেই তিনি হাঁকালেন সেঞ্চুরি। আজ বৃহস্পতিবার সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম আউট হওয়ার কিছুক্ষণ পর ১৫৮ বলে ৭ চার ২ ছক্কায় ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন।

সর্বশেষ গত বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে লিটনের ব্যাটে সেঞ্চুরি দেখা গিয়েছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টেও তিনি সেঞ্চুরির সুযোগ পেয়েছিলেন। কিন্তু আলগা শট খেলে আউট হয়ে যান।

এবার আর সেই ভুল করেননি। মুশফিকের সঙ্গে গড়েছেন ১০৭ রানের জুটি। এই নিয়ে টেস্টে মুশফিক ও লিটনের সপ্তমবারের মতো শতরানের জুটি গড়লেন, যা বাংলাদেশের সর্বোচ্চ।

আজ ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারটি মেডেন দেন মুশফিক। পরের ওভারে আর দেরি করেননি। ক্যারিয়ারের ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরি তুলে নিতে মুশফিক খেলেন ১৯৫ বল, হাঁকিয়েছেন মাত্র ৫টি চার! তবে মুশফিক ইনিংস আর বেশি বড় করতে পারেননি। ২১৪ বলে ১০৬ রান করে আউট হয়েছেন স্লিপে ক্যাচ দিয়ে। লিটনের সঙ্গী হন মিরাজ।