খেলনা পিস্তল ঠেকিয়ে নারীর গলার চেইন ও টাকা ছিনতাই

0

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ শ্রীপুরে খেলনা পিস্তল ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর গলার সোনার চেইন ও টাকা ছিনিয়ে নিয়েছে তিন ছিনতাইকারী। ঘটনাটি ঘটে গত বুধবার রাতে উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা গ্রামে।

এ বিষয়ে ব্র্যাক টিকারবিলা শাখার নারী কর্মী রিনা রায় বলেন, রাতে কেন্দ্রের কালেকশন শেষ করে তিনি ব্রাঞ্চে ফিরছিলেন। পথিমধ্যে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার গলার সোনার চেইন ও টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এক পর্যায়ে ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তিতে ছিনতাইকারীদের হাত থেকে একটি পিস্তল ছিটকে পড়ে। এ সময় তার চিৎকারে এলাকাবাসীর ছুটে আসলে ছিনতাইকারীরা পিস্তলটি ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পিস্তলটি জব্দ করেছে, তবে সেটি খেলনা পিস্তল। এই ঘটনার সঙ্গে জড়িতদেরকে আটকে অভিযান চলছে।