যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ন্যায্য ১০ম গ্রেড বাস্তবায়ন, পেশাগত মর্যাদা নিশ্চিতকরণ এবং দাবি আদায়ের লক্ষ্যে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ঐক্য পরিষদ।

বুধবার সকালে যশোর মেডিকেল কলেজ ও জেলা টেকনোলজিস্ট ফোরামের উদ্যোগে যশোর জেনারেল হাসপাতাল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বেসরকারি হাসপাতালের শতাধিক মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়েও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমানে ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে থাকলেও বারবার কোয়ারি ও অযথা জটিলতা তৈরি করে সময়ক্ষেপণ করা হচ্ছে, যা পেশাজীবীদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করেছে।

বক্তারা সতর্ক করে বলেন, কর্তৃপক্ষ দাবি মেনে না নিলে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তারা লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

মানববন্ধনে সংগঠনের সভাপতি হাসানুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইনচার্জ মৃত্যুঞ্জয় ও নুরুজ্জামান, ফার্মাসিস্ট জহুরুল ইসলাম ও রাজু আহম্মেদ, প্যাথলজি ল্যাব ইনচার্জ পারভেজ, ব্লাড ব্যাংক ইনচার্জ চঞ্চল, জেলা স্কুল হেলথ ক্লিনিকের ফার্মাসিস্ট রতন কুমার সরকার এবং ফিজিওথেরাপিস্ট মেহেদী হাসান প্রমুখ।