রকমারি পিঠার পসরা নিয়ে উৎসব বাগেরহাটে

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের ফকিরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

উদ্যোক্তাদের তৈরি ২৫ প্রকার পিঠার পসরা মেলায় আগত দর্শকদের আকৃষ্ট করে। এ সময় কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা বেগম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো.রাসেদুল ইসলাম রানা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, ওসি আবদুর রাজজাক কমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান প্রমুখ।

পিঠা উৎসবে সন্দেশপুলি, নারকেল পুলি, পানপিঠা, সেমাই পিঠা, কতাল পিঠা, ভাপাপিঠা, পাটিসাপটা, তেলের পিঠাসহ অন্তত ২৫ প্রকারের পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা।পিঠার পাশাপাশি আচার ও হাতে তৈরি পোশাকও প্রদর্শন করেন উদ্যোক্তারা।