ঝিকরগাছায় গ্রীষ্মকালীন পেঁয়াজের বাম্পার ফলন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় গ্রীষ্মকালীন পেঁয়াজের বাম্পার ফলনে খুশি চাষিরা। বুধবার উপজেলার লাউজানী ব্লকের প্রণোদনার বীজ লাগানো কৃষক নাসির উদ্দিন এর ক্ষেতের পেঁয়াজ উত্তোলন করা হয়।

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা (লাউজানী ব্লক) আফসানা হক, উপসহকারী কৃষি কর্মকর্তা পদ্মপুকুর ব্লক জাহিদুল ইসলামসহ চাষিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঝিকরগাছা কৃষি সম্প্রসারণ অধিদফতর গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ৩১০জন কৃষকের মাঝে ১ কেজি করে নাসিক ঘ-৭৩ জাতের বীজ, ২০ কেজি করে ডিএপি, ২০ কেজি করে এমওপি ও বালাইনাশক বাবাদ নগদ ৩৫৫ টাকা প্রণোদনা দেওয়া হয়।

চাষি উপজেলার বারবাকপুরের তরিকুল ইসলাম, নাভারণ ইউনিয়নের মো. আমিনুর, মো. মনিরুজ্জামান, মিশ্রিদেয়াড়া গ্রামের তোফাজ্জজেল হোসেন, লাউজানীর নাসির উদ্দিন জানান, বিঘা প্রতি ৩৮হাজার থেকে ৪০হাজার টাকা ব্যয়ে তাদের ৫০ থেকে ৬০মণ পর্যন্ত পেঁয়াজ উৎপাদন হচ্ছে। ফলে অসময়ের এই পেঁয়াজ চাষে তাদের বেশি মুনাফা অর্জিত হচ্ছে বলেও জানান তারা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদি নূরুল ইসলাম জানান, সরকার আমদানি নির্ভরতা কমাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ কার্যক্রম হাতে নেয়। তিনি আরও জানান, বিগত বছরের চেয়ে এ বছর উপজেলায় পেঁয়াজ আবাদ বৃদ্ধি পেয়েছে।