যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল সদর উপজেলার সাথে ফাইনালে লড়বে চৌগাছা

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে জয় পেয়েছে চৌগাছা উপজেলা। মঙ্গলবার যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর এই ম্যাচে অভয়নগর উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে তারা। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোল করেন বিদেশি খেরোয়াড় বোবো।

খেলার প্রথমার্ধে দুই দলের বল দখলের লড়াইয়ের মধ্যে ১৫ মিনিটে চৌগাছা কর্নার কিক লাভ করে। কর্নার কিক থেকে গোলের সুযোগ তৈরি হলেও প্রতিপক্ষের গোলরক্ষক হেলাল অত্যান্ত দক্ষতার সাথে বলটি তালু বন্দি করেন। এরপর ২০ মিনিটে চৌগাছার বিদেশি খেলোয়াড় বোবো প্রায় মধ্য মাঠ থেকে একাই বল টেনে নিয়ে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন। সাথে সাথে মাঠের পশ্চিম গ্যালারিতে অবস্থান নেওয়া চৌগাছার দর্শক-সমর্থকরা গোল উৎসবে মেতে ওঠেন। খেলার ২৭ মিনিটে অভয়নগরের জোরালো আক্রমণ শেষ পর্যন্ত প্রতিপক্ষের গোল পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধের খেলা ১-০ গোলে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের পুরো সময় জুড়ে খেলার ফলাফল অপরিবর্তিত থাকে। তবে দ্বিতীয়ার্ধের খেলায় অভয়নগর উপজেলা বেশ কয়েকবার গোল পরিশোধের সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। অভয়নগরের খেলোয়াড়দের একাধিক আক্রমণ প্রতিপক্ষের গোল রক্ষক শিহাব দক্ষতার সাথে মোকবেলা করেন। শিহাব ম্যাচের সেরা খেলোয়াড়া নির্বাচিত হন।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ।

আগামীকাল (বৃহস্পতিবার) একই ভেন্যুতে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সদর উপজেলা বনাম চৌগাছা উপজেলা।