যশোরে আর এন রোড থেকে ফের বোমা উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের আর এন রোডে আবারও পরিত্যক্ত অবস্থায় বোমা উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে আর এন রোডের বিসমিল্লাহ অটোর সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি পিকআপের (ঢাকা-ন-১৯-২৫৯৪) ভিতর থেকে দুইটি বোমা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া বোমা দুটি কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।

খবর পেয়ে উপপরিদর্শক সামছুল হককে সেখানে পাঠানো হয় এবং তিনি বোমা দুটি উদ্ধার করেন।

এর আগে, আর এন রোডের হা-মীম নামে একটি মোটর পার্টসের দোকান থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি বোমা উদ্ধার করেছিল। এই ধারাবাহিক ঘটনায় আর এন রোডের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ক্ষুব্ধ ব্যবসায়ীরা দাবি করেছেন, কতিপয় দুষ্কৃতিকারী দোকানে ও আশেপাশে বোমা রেখে নিরীহ ব্যবসায়ীদের ফাঁসানোর চেষ্টা করছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন ও পরিদর্শক (অপারেশনস) মমিনুল হক। তাঁরা জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে পুলিশ জানতে পারে যে আর এন রোডের বিসমিল্লাহ অটোর সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি পিকআপের ভিতরে বোমা রাখা আছে।

কারা ওই গাড়ির ভিতরে বোমা রেখেছিল, এ বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, তারা ঘটনাটি তদন্ত করছেন। আশেপাশে দোকানে স্থাপন করা সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।