গণহত্যার রায়কে স্বাগত জানিয়ে যশোরে শহীদ পরিবারের শোভাযাত্রা

0

স্টাফ রিপোর্টার ॥ জুলাই গণহত্যাকারীদের বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত রায় ঘোষণার পর যশোরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রায়ের প্রতি সমর্থন জানাতে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের উদ্যোগে শহরে আনন্দ শোভাযাত্রা বের হয়।

বেলা ১১টায় বকুলতলাস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে জড়ো হন শহীদ পরিবারের সদস্যরা। তাদের কেউ আনন্দে উচ্ছ¡সিত, কেউ বা নীরবে অশ্রু মুছছিলেন। বহুদিন বিচার পাওয়ার প্রতীক্ষায় থাকা এই মানুষরা শোভাযাত্রা শুরুর আগে বলেন, ‘আজ মনে হচ্ছে আমাদের প্রিয়জনদের আত্মত্যাগ বৃথা যায়নি; দেশের মানুষ তাদের রক্তের মূল্য দিয়েছে।’

এসময় শহীদ জাবিরের বাবা নওশের আহমেদ স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে বলেন, ‘বুকের ভেতরে যে আগুন জ্বলছিল, আজ তা কিছুটা হলেও নিভেছে। আমার ছেলে আর ফিরবে না, কিন্তু তার রক্ত বৃথা যায়নি, এই রায় আমাকে সেই সাহস দিয়েছে।’ তার প্রতিটি শব্দে উপস্থিত মানুষের মন কেঁপে ওঠে।

তার পাশেই ছিলেন শহীদ আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার। তিনি আবেগভরে বলেন, ছেলেকে হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করার নয়। কিন্তু আজ দেশের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে, বিচার পেয়েছি, এটাই আমাদের সান্ত¡না।’ কথা বলতে বলতে কয়েকবারই আবেগে থেমে যান তিনি।

শোভাযাত্রায় অংশ নেন এনসিপির আহŸায়ক নুরুজ্জামান, যশোর জুলাইযোদ্ধা সংসদের আহŸায়ক আহাদ হুসাইন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবসহ অনেকে।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজকদের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।