মাইকপট্টিতে ফ্রিজের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত- ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের মাইকপট্টিতে “সাইফুল ইলেকট্রনিক্স”-এ ফ্রিজের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাই কর্মচারী শাহিন হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে দোকানের ভেতরে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

আহত শাহিন হোসেন শহরের বেজপাড়া এলাকার মৃত মসলেম উদ্দিনের পুত্র।

আহতের বড় ভাই সাইফুল ইসলাম জানান, সকাল পৌনে দশটার দিকে শাহিন দোকানে একটি ফ্রিজে গ্যাস সিলিন্ডার দিয়ে গ্যাস ভরছিলেন। সেই সময় ফ্রিজের গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে শাহিনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা জখম হয়।

এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।