খড়কীতে নগর বিএনপির উঠোন বৈঠক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের খড়কীতে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আখতারুজ্জামানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুজ্জামান, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুলুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন প্রমুখ।

উঠোন বৈঠক পরিচালনা করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিক।