যারা ধর্মকে ব্যবসারূপে ব্যবহার করছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে – অধ্যাপক নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আমরা প্রভাবশালীদের রাজনীতি করি না; জনগণের প্রতি দায়বদ্ধ থেকে তাদের কল্যাণের জন্য রাজনীতি করি। আমরা সেই রাজনীতির ধারক ও বাহক, যে রাজনীতি মানুষের কল্যাণ বয়ে আনে, তাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে এবং উজ্জ্বল ভবিষ্যৎ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে কাজ করে।

কিন্তু দেশে ও জনগণের জন্য যাদের অতীত ইতিহাস নেই, তারাই জনগণকে নানা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা ভুয়া কথার টিকিট বিক্রি করছে এবং ধর্মকে ব্যবসারূপে ব্যবহার করছে। আগামী দিনে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের মুনশী মেহের উল্লাহ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মুনশী মেহের উল্লাহ ও শহীদ মঈন স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রোববার একাডেমি মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, মানবসম্পদের উন্নয়নের প্রধান ধাপ হলো শিক্ষা। সেই শিক্ষার সম্প্রসারণের কাজটি প্রথম বিএনপি শুরু করেছিল, যার সূচনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’র মতো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এছাড়া বৃত্তিমূলক ও উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। তিনি অনুধাবন করেছিলেন, নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া সমাজ ও রাষ্ট্রের উন্নতি সম্ভব নয়। সে কারণে তিনি নারীদের প্রশিক্ষিত করে দেশ গঠনের কাজে নিয়োজিত করেন।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, যশোরে যে উন্নয়নগুলো হয়েছে, তার বেশিরভাগই বিএনপির হাত ধরে। আমাদের সকলের অভিভাবক প্রয়াত তরিকুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এই জনপদে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেন। বিএনপির কাছে কখনো উন্নয়নের জন্য দাবি করতে হয় না; বিএনপি দেশ ও জনগণের উন্নয়নের জন্যই রাজনীতি করে।

পরে অধ্যাপক নার্গিস বেগম মুনশী মেহের উল্লাহ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার এবং মুনশী মেহের উল্লাহ ও শহীদ মঈন স্মৃতি বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনশী মেহের উল্লাহ একাডেমির সভাপতি অধ্যাপক আবু সাইদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মকবুল হোসেন, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী, মুনশী মেহের উল্লাহ একাডেমির প্রধান শিক্ষক আবুল কালাম প্রমুখ।