শিশু আফিয়ার ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ

0

স্টাফ রিপোর্টার ॥ সেই আলোচিত অসহায় শিশু আফিয়ার পিতৃপরিচয়ের জন্য ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড) পরীক্ষার উদ্যোগ নিয়েছে যশোর কোতয়ালি থানার পুলিশ। আগামী ১৯ নভেম্বর জেলা লিগ্যাল এইডের সহায়তায় ডিএনএ পরীক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির মা সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের শহিদ মোল্যার মেয়ে মনিরা খাতুন জানান, ৫ বছর আগে ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মজিদ মোল্যার ছেলে কসমেটিকস ব্যবসায়ী মোজাফ্ফর হোসেনের সাথে তার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তার একটি মেয়ে সন্তানের জন্ম হয়। শারীরিক রঙ ভিন্ন হওয়ায় এ জন্য তাকে অপবাদ দেন স্বামীর ভাবি। ভাবির কথায় বিশ্বাস করে মেয়ের মুখ না দেখেই প্রথমে মামার বাড়ি এবং পরে পিতার বাড়িতে পাঠিয়ে তাকে তালাক দেন মোজাফ্ফর হোসেন। সেই থেকে মেয়ের পিতৃপরিচয়ের দাবিতে তিনি ঘুরছেন।

তিনি বলেন, ওসি (কোতয়ালি থানার ওসি মো. আবুল হাসনাত খান) তাকে থানায় আসতে। তার মেয়ের ডিএনএ পরীক্ষার পদক্ষেপ নিবেন বলে তিনি রোববার দুপুরে থানায় এসেছেন। কিন্তু ওসি সাহেব থানায় না থাকায় তার সাথে এখনো দেখা হয়নি।

এ বিষয়ে বিকেলে কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ‘আমাদের মানবিক কাজ করতে হয়। লিগ্যাল এইডের সহায়তায় তারা শিশুটির ডিএনএ পরীক্ষার পদক্ষেপ নিতে যাচ্ছেন। কিন্তু লিগ্যাল এইডের বিচারক ছুটিতে থাকায় শিশুটির মাকে আগামী বুধবার (১৯ নভেম্বর) আবার আসতে বলা হয়েছে।’