৯৩ রানে অলআউট ভারত, ১৫ বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়

0
২০১০ সালের পর ভারতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা।। সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক ॥ ভারতকে মাত্র ৯৩ রানে অলআউট করে কলকাতা টেস্টে ৩০ রানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল প্রোটিয়ারা।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ব্যাটিং ধসে পড়ে। অক্ষর প্যাটেলের ২ ছক্কায় আশার আলো জ্বললেও ‘লোভে পড়ে’ একই শটে আবার ছক্কা মারতে গিয়ে বাভুমার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর দ্রুতই গুটিয়ে যায় ভারত।

দক্ষিণ আফ্রিকার জয়ে সবচেয়ে বড় ভূমিকা অধিনায়ক টেম্বা বাভুমার। দ্বিতীয় ইনিংসে তার ৫৫ রানের লড়াকু ইনিংস* দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড় করায় ১৫৩-তে।

বল হাতে আবারও আলো ছড়ান সাইমন হারমার। দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। শুরুতে জয়সোয়াল ও রাহুলকে আউট করে ভারতের ওপেনিং ভাঙেন মার্কো ইয়ানসেন।

এই ম্যাচে ইতিহাসও হয়েছে—
চার ইনিংস মিলিয়ে কোনো দলই একবারও ২০০ রান করতে পারেনি, যা ভারতের মাটিতে প্রথম ঘটনা।