ঝিনাইদহে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রেললাইনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রেললাইনের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শনিবার দুপুরে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রেললাইন বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপাধ্যক্ষ এন.এম শাহজালাল, জজ কোর্টের পিপি এস এম মসিউর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আকিদুল ইসলাম, মানবাধিকার কর্মী হাফিজুর রহমান, অধ্যক্ষ মহব্বত হোসেন টিপু, রেললাইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক অ্যাড. আলাউদ্দিন আল আজাদ, কমিউনিস্ট পার্টির সভাপতি স্বপন কুমার বাগচী, বাসদ সভাপতি অ্যাড. আসাদ, শিক্ষক বাবুল কুণ্ডু, ঝিনাইদহ জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আহ্বায়ক ছাত্র নেতা শারমিন সুলতানা, নুসরাত জাহান সাথী ও ব্যবসায়ী সফিকুর রহমান সাজু।

বক্তাগণ বলেন, পার্শ্ববর্তী মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহরে কোনো রেল লাইন নেই। জেলা সদরে এখনও মেডিকেল কলেজ স্থাপিত হয়নি, আর উচ্চশিক্ষার জন্য সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের।

সমাবেশে সকল সড়ক ও নবগঙ্গা নদী সংস্কার, দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে সেতু নির্মানের জোর দাবি জানানো হয়। তাছাড়া রেললাইন সংযোগ থাকলে ঝিনাইদহের কৃষি, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসা খাতে বিপুল উন্নয়ন ঘটবে। ঝিনাইদহের জনগণ আর অবহেলিত থাকতে চায় না।