চৌগাছা সরকারি হাসপাতালে রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় নন কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নার পরিচালনায় সেবা প্রদানকারীদের ভূমিকা বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা ১শ শয্যা সরকারি হাসপাতালের সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আহসানুল মিজান রুমির সভাপতিত্বে কর্মশালয় প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য দেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর লাইন ডিরেক্টর তামিকো ইসাইয়ামা, এনসিডির প্রকল্প পরিচালক তরুণ কান্তি হোড়. সানরাইজের প্রকল্প পরিচালক রেজাউল করিম রাজু, এনসিডির আইটি অফিসার জিয়াউর রহমান জয় প্রমুখ।

প্রধান অতিথি সিভিল সার্জন মাসুদ রানা বলেন, আর্সেনিক এমন একটি বিষ যার কোন রং, গন্ধ বর্ণ নেই। তাই এটির ভয়াবহতা সহজে বোঝা যায় না। একটি গবেষণায় দেখা গেছে ধান থেকে শতকরা ৫৬ ভাগ, পানি থেকে ১৩ ভাগ ও অন্যান্য খাবার থেকে ৮০ ভাগ আর্সেনিক আমরা নিজেদের অজান্তে গ্রহণ করে থাকি.ধীরে ধীরে এই পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে।

এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।