ঝিকরগাছায় বিএনপি নেতা শওকত আলীর ১৫তম শাহাদৎবার্ষিকী

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান শওকত আলীর আজ ১৬ নভেম্বর ১৫তম শাহাদৎবার্ষিকী। ২০১০ সালের এইদিনে আওয়ামী সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির তৎকালীন সহ-সভাপতি, নির্বাসখোলা ইউনিয়নের সভাপতি ও দীর্ঘ ২২ বছরের জনপ্রিয় চেয়ারম্যান শওকত আলী।

বোমা হামলার ঘটনায় তার পাশে বসে থাকা উপজেলা বিএনপির তৎকালীন যুগ্ম-সম্পাদক, বর্তমান সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামসহ আরও বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী জখম হন সেদিন।

চেয়ারম্যান শওকত আলী মত্যুর আগে বোমা হামলার সাথে জড়িতদের নাম প্রকাশ করে গেলেও ঘটনার সাথে জড়িতরা এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তৎকালীন ক্ষমতাসীন সরকার দলীয়রা প্রভাব খাটিয়ে মামলাটির কয়েকবার ফাইনাল রির্পোট দেওয়া হয়েছিল বলে শওকত আলীর স্বজনরা জানিয়েছেন।

রোববার পরিবারের পক্ষ থেকে বাদআসর নওয়ালী বাজার জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে শহীদ শওকত আলীর ছেলে রফিকুল আলম মুকুল জানিয়েছেন।