ঘোষিত সময়েই নির্বাচন হবে, হুংকার দিয়ে লাভ নেই : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘যারা হুংকার দিয়ে বলছে, অমুক (ফেব্রুয়ারি) সময় নির্বাচন হবে না, তাদের নিবন্ধন নেই, জনগণের সাথে সম্পৃক্ততা কিংবা জনগণের জন্য কিছু করার ক্ষমতা নেই। সেই কারণে তারা সরকার ঘোষিত নির্বাচন হবে না বলে হুংকার দিচ্ছে। তারা যতই হুংকার দিক না কেন, দেশের জনগণ অত্যন্ত সচেতন। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন হবে।’

গতকাল সোমবার যশোর নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নীলগঞ্জ সাহাপাড়ায় অনুষ্ঠিত এই সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ‘ভোট ছাড়া যেমন সরকার গঠন হয় না, ঠিক তেমনই জনগণের মতামতের প্রতিফলনও হয় না। তাই জনগণের মতামত প্রতিফলনের জন্য নির্বাচন দরকার, যাতে করে জনগণ নির্ভয়ে তাদের কথা বলতে পারে।’

তিনি অভিযোগ করেন, জনগণ যাতে কথা বলতে না পারে, তার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা গায়ের জোরে বন্দুকের নল ঠেকিয়ে জনগণকে অন্ধকার কূপে বন্দি করে রাখার মতো অবস্থা তৈরি করেছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিলেন, যা কল্পনা করা যায় না। তিনি বলেন, ‘আমরা সেই অবস্থার পরিবর্তনের জন্য বিগত ১৬ বছর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে রাজপথ আঁকড়ে ছিলাম। সেই আন্দোলনেও নারীরা আমাদের শক্তি জুগিয়েছিলেন।’

নার্গিস বেগম আরও বলেন, বিএনপি প্রথম রাষ্ট্রীয়ভাবে নারীদের সুযোগ-সুবিধার পাশাপাশি তাদের সুরক্ষা নিশ্চিত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে নারীদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে সেটি আরও সম্প্রসারিত করেছিলেন। তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারীদের ৫০ শতাংশ আসন সংরক্ষণ করেছিলেন।

আগামীতে তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমান জনগণের ভোটে দেশ পরিচালনার সুযোগ পেলে তিনিও নারীদের উন্নয়নে কাজ করবেন। এই দেশ আমাদের, আমরা সকলেই মিলেমিশে এই দেশকে নিরাপদ রাখব।

সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী ডা. সানজিদা সোনিয়া। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না এবং নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মাসুদুল বারী কাক্কু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী তরজিনা বেগম ও শিউলি খাতুন।