যশোরে দেয়াড়া ইউনিয়ন আ.লীগ নেতা আনোয়ার আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আনোয়ারকে (৫৫) আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলা এড়েন্দা গ্রামের মৃত আমির আলী গাজীর ছেলে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার দিকে গোপন সূত্রের সংবাদ পেয়ে গ্রাম থেকে আক্তারুজ্জামান আনোয়ারকে আটক করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন।

গত বৃহস্পতিবার ভোরে উপশহরের পার্কিং করা বাসে আগুন দেওয়ার ঘটনায় এই নেতার ইন্ধন থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। ফলে তাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।