চৌগাছা বাজারের দুই দোকানে চুরি

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা বাজারে দুটি দোকানে চুরি হয়েছে। চোর দোকান থেকে শুধুমাত্র টাকা নিলেও হাত দেয়নি কোনো পণ্যে। বৃহস্পতিবার দিবাগত রাতে বাজারের চৌগাছা ডিজিটাল স্টুডিও ও মোবাইল ব্যাকিং দোকান এবং আল্লাহর দান হোমিও হলে চুরি হয়।

চৌগাছা বাজারের মেইন বাসস্ট্যান্ড-সনু ডাক্তার মোড় সড়কে সোহান সাইকেল স্টোরের সামনের মার্কেটে বৃহস্পতিবার রাতে এ চুরি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর মার্কেটের সিঁড়ির ভেন্টিলেটর দিয়ে ভেতরে প্রবেশ করে।

এরপর চৌগাছা ডিজিটাল স্টুডিও, আল্লাহর দান হোমিও হল ও সুমন গার্মেন্টেসের শাটারের নিচের অংশ লোহার রড দিয়ে বাঁকা করে ভেতরে প্রবেশ করে। স্টুডিওর ক্যাশের তালা ভেঙে সেখানে রাখা ১ লাখ ১৫ হাজার টাকা নিয়ে যায় তারা। তবে দোকানে রাখা অত্যাধুনিক দামি ক্যামেরাসহ অন্যান্য মালামাল অরক্ষিত থাকে।

একইভাবে আল্লাহর দাম হোমিও হলে প্রবেশ করে সেখানে ক্যাশবাক্সের তালা ভেঙে দুটি খামের ভেতরে রাখা ১ লাখ ৬৩ হাজার টাকা নিয়ে যায়। তবে অন্য কিছুতে হাত দেয়নি। সুমন গার্মেন্টেসের ভেতরে চোর প্রবেশ করতে পারেনি।

ব্যবসায়ী মেহেদী হাসান, মিজানুর রহমান ও সোহানুর রহমান বলেন, কীভাবে মানুষ ব্যবসা করবে? প্রধান সড়কের পাশের দোকানে এভাবে চুরি হলে গলিতে ভেতরের দোকান তো আরো অনিরাপদ।

খবর পেয়ে চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব ও পুলিশ দোকান দুটি পরিদর্শন করেছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির বিষয়টি নিয়ে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে।