যশোরে ইসলামপন্থী দুটি দলের আলাদা সমাবেশ

0

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটের আয়োজন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ ও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন বাস্তবায়নের দাবিতে যশোরে ইসলামপন্থী দুটি রাজনৈতিক দলের পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে শহরের সিভিল কোর্ট মোড়ে বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। সমাবেশে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন সম্ভব নয় এবং দেশের মানুষ এই সিদ্ধান্ত মেনে নেবে না। তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন ঠেকাতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা একটি দলের পরামর্শে একই দিনে নির্বাচন ও গণভোটের আয়োজনের পরিকল্পনা করছেন যা জাতির সঙ্গে প্রতারণা। তিনি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অফিস সেক্রেটারি নূর-ই-আলা নূর মামুন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, মণিরামপুর উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক, চৌগাছা উপজেলা আমির মাওলানা গোলাম মোরশেদ ও যশোর-৩ আসনে মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের।

এদিকে বিকেল ৪টার দিকে শহরের দড়াটানা ভৈরব চত্বরে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা। সমাবেশে প্রধান অতিথি ও যশোর-৩ (সদর) আসনের প্রার্থী মাওলানা মো. শোয়াইব হোসেন বলেন, পিআর পদ্ধতির নির্বাচনের ফলে প্রত্যেক নিবন্ধিত দল তাদের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব পাবে যা রাজনৈতিক বিভাজন, সহিংসতা ও অস্থিরতা কমাতে সহায়ক হবে। তার দাবি, এই পদ্ধতি দেশে শান্তিপূর্ণ প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করবে ও জনগণের জীবন আরও স্বাচ্ছন্দ্যময় হবে।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মিয়া মো. আব্দুল হালিম, অ্যাডভোকেট নুর ইসলাম, এইচএম মহসিন, হাফেজ আব্দুর রশিদ, মাওলানা আশিক বিল্লাহ ও জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মো. কামরুজ্জামান।