যশোরের অসহায় শিশুটির দায়িত্ব নিলেন তারেক রহমানের পক্ষে অনিন্দ‍্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন গণমাধ্যমে যশোরের শিশু আফিয়া ও তার অসহায় মাকে নিয়ে সংবাদ প্রকাশিত হবার পর তাদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ওই শিশু ও তার মা মনিরা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পৌঁছে দেন।

বসতঘর নির্মাণ করে দেওয়ার পাশাপাশি শিশু আফিয়ার পড়াশোনার পুরো দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। একইসঙ্গে পরিবারটির যাবতীয় দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে যশোর জেলা বিএনপিকে।

এ সময় অনিন্দ‍্য ইসলাম অমিত বলেন, আফিয়া জেনেটিক ডিজঅর্ডার সমস্যায় ভুগছে। এ ধরনের সমস্যা লাখে একজনের হয়।

তিনি বলেন, ‘আফিয়ার পিতার পরিবারে শিক্ষার আলো না পৌঁছানোর ফলে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি হয়ে গেছে। আমাদের নেতার নির্দেশে আমরা তার পাশে আছি, আগামীতেও থাকবো।’ এর আগে গত ১০ নভেম্বর বিভিন্ন সংবাদমাধ‍্যমে অনলাইন ও শিশুটি ও তার মায়ের বঞ্চনার কাহিনীসম্বলিত সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়।

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি পরিবারটির দায়িত্ব নিতে বলেন।’

তিনি আরো বলেন, আফিয়া জেনেটিক ডিজঅর্ডার সমস্যায় ভুগছে। এ ধরনের সমস্যা লাখে একজনের হয়।
তিনি বলেন, ‘আফিয়ার পিতার পরিবারে শিক্ষার আলো না পৌঁছানোর ফলে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি হয়ে গেছে। আমাদের নেতার নির্দেশে আমরা তার পাশে আছি, আগামীতেও থাকবো।’

তিনি আরও বলেন, মনিরার থাকার মতো কোনো আবাসস্থল নেই, সেজন্য একটি ঘর নির্মাণ ও আফিয়ার লেখাপড়ার দায়িত্ব দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে।

যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সাথে ২০২০ সালে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। এরপর ২০২২ সালের ১৩ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে একটি কন্যা শিশু আফিয়া। তবে শিশুটির গায়ের রঙ বিদেশীদের মতো অতি ফর্সা হওয়ায় স্বামীর মনে সন্দেহ জাগে। অপবাদ দিয়ে স্বামী মোজাফফর তালাক দেন স্ত্রী মনিরাকে। নবজাত মেয়েকে ত্যাগ করে চলে যান প্রবাসে। এরপর থেকে মানবেতর জীবনযাপন করছিলো মা ও শিশুটি।