যশোরে মোটর পার্টসের দোকান থেকে ককটেল উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের আর এন রোড এলাকার একটি মোটর পার্টসের দোকান থেকে বৃহস্পতিবার ১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

কোতয়ালি থানা পুলিশের এসআই ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আর এন রোডের হা-মীম মোটরস নামের একটি দোকানে অভিযান চালান। তবে দোকানের ভেতর কেউ ছিলোনা। পরে তারা দোকানে তল্লাশি চালিয়ে পেছন দিক থেকে লাল রঙের টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল উদ্ধার করেন।

তিনি বলেন, দোকান মালিক বোরহান উদ্দিন কালুকে মোবাইল ফোনে কল করেছিলেন। কিন্তু তিনি দোকানে আসেননি।