যশোর উপশহরে বাসে আগুন, বিপুল ও টাক মিলনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহরে বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাসটি উপশহর পার্ক সংলগ্ন রাস্তার পাশে পার্কিং করা ছিল। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। রাস্তার পাশের বস্তিবাসী টের পাওয়ায় তাদের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। উপশহর এলাকার যুবলীগের ক্যাডার মুনসুরের সহযোগীরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

পুলিশ বলছে, বাসে অগ্নিসংযোগ ঘটনার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত। এ ঘটনায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলসহ দুই জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, যশোর-মাগুরা সড়কে চলাচলকারী রাহিন স্পেশাল নামের ওই বাসের (মাগুরা-জ-১১-০০০৭) হেলপার জানান, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি তাদের গাড়ি উপশহর পার্ক সংলগ্ন দক্ষিণে রাস্তার পাশে রেখে দেন। তাদের বাসের পেছনে আরও ৫টি বাস রাখা ছিলো। সেখানে একজন নাইট গার্ড থাকেন। তাকে চা খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে বাসের দরজা ও জানালা বন্ধ করে তিনি চলে যান।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তার মহাজন মনিরুল ইসলাম মোবাইল ফোন করে তাকে বাসে আগুন দেওয়ার ঘটনাটি জানান। পরে তিনি এসে দেখেন কে বা কারা বাসে আগুন দিয়েছিলো। স্থানীয় বস্তির লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। তবে চালকের সিটসহ সামনের কয়েকটি সিট পুড়ে গেছে। জানালার গ্লাসও ভাঙা অবস্থায় দেখতে পান।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বাসের ভেতরে আগুন দেখতে পান তারা। সেখানে গিয়ে দেখতে পান, বাসের ভেতরে কেউ নেই। চালকের আসনের পাশের একটি জানালার গ্লাস ভাঙা অবস্থায় ছিলো। সাথে সাথে রাস্তার ওপাশে থাকা বস্তির লোকজন ছুটে এসে চেষ্টা চালিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, চালকের সিটের পাশের জানালার গ্লাস ভেঙে বাসের ভেতর আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নিয়মিত থাকা একজন নাইটগার্ড তখন পাশে চা খেতে গিয়েছিলেন। তিনি আরও জানান, বাসে আগুন দেওয়ার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত।

এ ঘটনায় বাসের মালিক মনিরুল ইসলাম সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে সন্ধ্যায় থানায় মামলা করেছেন। আনোয়ার হোসেন বিপুল ও জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের পরিকল্পনায় বাসে আগুন দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।