যশোরে নিত্যপণ্যের দাম ইচ্ছাকৃত বাড়ালে আইনানুগ ব্যবস্থা : জেলা প্রশাসক

0

স্টাফ রিপোর্টার ॥ নিত্যপণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো ব্যবসায়ী বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেললে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ সতর্কবার্তা দেন। সভার মূল উদ্দেশ্য ছিল, বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে করণীয় নির্ধারণ। সভায় ব্যবসায়ী প্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেন।

জেলা প্রশাসক বলেন, বাজারে পেঁয়াজসহ অধিকাংশ নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবুও দাম বাড়ছে, এর কারণ খুঁজে বের করতে হবে। কোনো মহল যদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিংবা জনমনে অস্থিরতা সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দাম বাড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাজারে স্বচ্ছতা আনতে প্রতিটি ব্যবসায়ীকে তাদের ক্রয়মূল্যের চালানের কপি সংরক্ষণ করতে হবে। কোনো ব্যবসায়ী যদি ক্রয়মূল্যের প্রমাণ দেখাতে ব্যর্থ হন, তাহলে তা অনিয়ম হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মো. আজাহারুল ইসলাম জানান, খুব শিগগিরই জেলা প্রশাসনের নেতৃত্বে বাজার মনিটরিং টিম বিভিন্ন বাজারে অভিযান চালাবে। এর মাধ্যমে ব্যবসায়ীরা যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়াতে পারে, তা নিশ্চিত করা হবে।

সভায় উপস্থিত যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সম্পাদক এজাজ উদ্দীন টিপু জেলা প্রশাসনকে আশ্বস্ত করে বলেন, চেম্বার অব কমার্স ইতিমধ্যেই বাজার মনিটরিং কমিটি সক্রিয় করেছে। কোনো ব্যবসায়ী যদি অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য, সরকার ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বাজারদর নিয়ন্ত্রণে রাখা।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আবদুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেশ বিশ্বাস, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শরিফুল ইসলাম ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।