কালীগঞ্জে অবৈধ দুটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হল

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকায় অবৈধভাবে গড়ে তোলা দুটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শিবনগরে পৌর এলাকায় অবস্থিত পিন্টু জামানের এইচএমবিএম ব্রিকস ও ইশারবা এলাকার আব্দুর রশিদ খোকনের এএমবিএম ব্রিকস নামে ওই দুটি ইটভাটায় অভিযান চালায় যশোর পরিবেশ অধিদফতর।

এ সময় এস্কেভেটর দিয়ে ভাটা দুটিতে ইট পোড়ানো গোল প্রাচীর এবং স্থায়ী চিমনি ভেঙে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদফতর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

অভিযানকালে যশোর পরিবেশ অধিদফতরের নির্বাহী পরিচালক মুনতাসির রহমানসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো। খুলনা বিভাগীয় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, সরকারি বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইটভাটা পরিচালনার নিয়ম নেই।