যশোরের পল্লীতে গরু চুরির সময় আটক ১, পিকআপে আগুন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামে মঙ্গলবার গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা হাসান (২৫) নামে এক চোরকে ধরে বেধড়ক পিটুনি দিয়েছে। এছাড়া গরু চোরদের নিয়ে আসা পিকআপে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দিয়েছে।

গ্রামবাসী জানান, মঙ্গলবার গভীর রাতে একদল গরুচোর পিকআপে এসে রায়মানিক গ্রামের কাউসার আলী মোল্লার বাড়িতে হানা দেয়। তারা গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি করে পিকআপে তোলার সময় রাত ৩টার দিকে শব্দ শুনে কাউসার আলী মোল্লার বাড়ির লোকজন টের পান।

এ সময় তারা চোর চোর বলে চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসেন। তখন পলায়নরত চোরেরা বাহারুল (৪৫) ও পলাশ (২৪) নামে দুই গ্রামবাসীকে কাছে পেয়ে এলোপাতাড়ি মারধর করে। এরই এক পর্যায়ে এলাকাবাসী একজোট হয়ে ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও তাদের সহযোগী হাসান ধরা পড়েন।

উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করেন। গরুচোর হাসানের বাড়ি খুলনার আড়ংঘাটা এলাকায়। এছাড়া চোরদের ব্যবহৃত পিকআপে আগুন ধরিয়ে দেন উত্তেজিত লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক হাসানকে হেফাজতে নেয়। আহত হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চোরদের হামলায় আহত দুই গ্রামবাসীকেও হাসপাতালে ভর্তি করে পুলিশ।

কোতয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ওই ঘটনায় গরুর মালিক কাউসার আলী মোল্লা মামলা করেছেন।