যশোরে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও দুজন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীল করতে যশোরে যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও দুই জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শহরের আলাদা স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক দুই জনই যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর কবির সুমনের অনুসারী। বুধবার তাদেরকে আলাদা দুটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আটকরা হলেন, শহরের ষষ্ঠীতলা পাখিপট্টির পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী হাফিজুর রহমান মরার ছেলে হৃদয় ইসলাম (১৯) ও মুড়লি জোড়া মন্দির এলাকার শহিদুল ইসলামের ছেলে শাহ নেওয়াজ ফেরদৌস শাওন (২৫)।

এর মধ্যে হৃদয় ইসলামকে যশোর-মনিরামপুর সড়কের কানাইতলায় যানবাহন ভাঙচুর ও বোমা বিস্ফোরণের মামলায় আটক দেখানো হয়। গত বছরের ২৮ নভেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে এই নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছিলেন। অপরদিকে শাহ নেওয়াজ ফেরদৌস শাওনকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা আটক দেখানো হয়। গত ২৮ অক্টোবর রাতে পলাতক জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনে বিপুলের নির্দেশনায় শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ডিজিটাল প্রিন্টিং প্রেসে গোপনে ব্যানার তৈরি করা হচ্ছিল।

এ ঘটনায় দুই জনকে আটক এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় শাহ নেওয়াজ ফেরদৌস শাওনকে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে বুধবার নিজ ফেসবুক আইডিতে আওয়ামী লীগের আইডিতে থাকা একটি মশাল মিছিলের ভিডিও শেয়ার করেছেন সাবেক পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন। সেখানে লেখা রয়েছে, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবুর নেতৃত্বে যশোর- বেনাপোল সড়কে মশাল মিছিল করা হয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কোতয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, সেখানো কোনো মিছিল হয়নি। এটা এআই দিয়ে তৈরি করা।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঞা জানান, বিষয়টি তারা খোঁজ নিয়ে দেখছেন।