ঝিকরগাছার নবাগত ইউএনওকে ঢাবি ফোরামের শুভেচ্ছা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঢাকা বিশ্ববিদ্যালযরে ইংরেজি বিভাগের প্রাক্তন মেধাবী ছাত্রী নবাগত ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুনকে ঢাবি ফোরাম যশোরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে উপজলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ঢাবি ফোরাম যশোরের যুগ্ম-সম্পাদক আশফাকুজ্জামান খান রনির নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালযরে প্রাক্তন ছাত্র উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহম্মেদ, ইন্সট্রাক্টর শিওলি খাতুন, বিআরডিবির প্রকল্প কর্মকর্তা (প্রজীপ) আনিছুর রহমান, সহকারী পরিসংখ্যান অফিসার শাহিন আলম, সোনালী ব্যাংকের ম্যানেজার পুস্পজিত মজুমদার, ডাচবাংলা ব্যাংকের ম্যানেজার মেহেদী হাসান, ইউনিয়ন ও পৌর ভূমি কর্মকর্তা আক্তারুজ্জামান সবুজ, প্রোগ্রাম অফিসার বিকাশ কুমার মন্ডল, সহকারী শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া প্রমুখ।