যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল বাঘারপাড়াকে ১ গোলে হারালো মনিরামপুর 

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় জয়লাভ করেছে মনিরামপুর উপজেলা। মঙ্গলবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর খেলায় বাঘারপাড়া উপজেলাকে ১-০ গোলে পরাজিত কওে তারা।

খেলায় বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন সুজিত সরকার। এই জয়ের মধ্যে দিয়ে মনিরামপুর টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। প্রথমার্ধের খেলা শুরুর প্রায় ১০ মিনিট পর্যন্ত কিছুটা একক আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মনিরামপুর। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি জোরালো আক্রমণ করে গোলের সুযোগ থেকে বঞ্চিত হয়। এরপর বাঘারপাড়া খেলার ছন্দে ফিরে আসে। শুরু হয় দুই দলের আক্রমণ- পাল্টা আক্রমণ।

তবে প্রথমার্ধের শেষ সময় জুড়ে উভয়দলই আক্রমণ- পাল্টা আক্রমণের মধ্যে সীমাবদ্ধ থাকে। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়দের বল দখলের লড়াইয়ের মধ্যে দিয়ে খেলাটি বেশ জমে ওঠে। শুরু হয় উভয়দলের আক্রমণ- পাল্টা আক্রমণ।

দ্বিতীয়ার্ধের খেলার প্রায় শেষ সময় পর্যন্ত উভয়দলই গোল আদায় করে নিতে ব্যর্থ হয়। তবে খেলার এক মিনিট বাকি থাকতে প্রতিপক্ষের সীমানার ডি বক্সের ভেতর থেকে মনিরামপুরের বদলি খেলোয়াড় ইমাম হোসেনের ক্রস শর্ট সুজিত সরকারের পায়ে লেগে সরাসরি বল বাঘারপাড়ার গোল পোস্টের জালে জড়িয়ে যায়। সাথে সাথে গ্যালারি ভর্তি মনিরামপুরের দর্শরা উল্লাসে মেতে ওঠেন।

খেলার শেষ মুহূর্তে বাঘারপাড়া গোল পরিশোধের সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়। যে কারণে প্রতিপক্ষ মনিরামপুর ১-০ গোলের জয়ের সাথে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে। বিজয়ী দলে একমাত্র গোলদাতা সুজিত সরকার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ, মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান প্রমুখ।