চৌগাছায় গোয়াল ঘরে আগুন লেগে মারা গেছে কৃষকের তিনটি গরু, দগ্ধ সাতটি

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলার মির্জাপুর গ্রামে গোয়াল ঘরে আগুন লেগে কৃষকের তিনটি গরু মারা গেছে। দগ্ধ হয়েছে আরও সাতটি গরু। রোববার রাত ১০ টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মির্জাপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে কহিনুর ইসলাম কৃষি কাজের পাশাপাশি বাড়িতে গরু পালন করেন। তার গোয়ালে ছিলো ১০টি গরু। এর মধ্যে ষাঁড় ৪টি, গাভী ৪টি ও বাছুর ছিলো ২টি।

রোববার রাত ১০টার দিকে তার গোয়াল ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। প্রথমে কহিনুর ইসলাম টের না পেলেও প্রতিবেশীরা আগুন দেখে চিৎকার দিতে থাকেন।

এসময় গরু মালিকসহ গ্রামবাসী এসে আগুন নেভানোর কাজে লাগেন। খবর পেয়ে চৌগাছা উপজেলা সদর হতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছান। ততক্ষণে আগুনে পুড়ে মারা যায় তিনটি গরু। আর আগুনে দগ্ধ হয় বাকি সাতটি গরু। কিভাবে আগুন ধরে তা কিছুই জানেন না কহিনুর ইসলাম। তার ধারণা আগুনে তার ৬ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের চৌগাছা অফিসের স্টেশন অফিসার রিপন কুমার বলেন, খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু ততক্ষণে আগুনে সব কিছু পুড়ে যায়।