বিজ্ঞান অলিম্পিয়াডে দেশসেরা যশোরের রুফফা যাবেন রাশিয়া

0

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যশোরের রুফফা নূর জারিয়াহ। এর প্রেক্ষিতে ৬ সদস্যের বাংলাদেশ দলের সদস্য হিসেবে আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত রাশিয়ার সোচিতে অনুষ্ঠিতব্য ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন তিনি।

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের মেধাবী শিক্ষার্থী রুফফা। জাতীয় বিজ্ঞান চর্চা প্রতিষ্ঠান জে.সি.বি বিজ্ঞান ক্লাবের উদ্যোগে শনিবার রুফফাকে সংবর্ধনা দেওয়া হয়। ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রুফফার মাতা মমতাজ পারভিন মিতাসহ পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি।