যবিপ্রবির এআইএস বিভাগের নবীনবরণ

0

লোকসমাজ ডেস্ক ॥ আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সকালে এআইএস বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনার দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন।

শোভাযাত্রা স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে হয় আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠান শেষে এআইএস পরিবার কেক কেটে দিবসটি উদ্যাপন করে।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন হাওলাদার ইউনুস এন্ড কোং-র পরিচালক চার্টার অ্যাকাউন্টটেন্ট ও মেঘনা ব্যাংকের স্বাধীন পরিচালক আলী আক্তার রিজভী।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেঘনা ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক দেবাশীষ পাল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম ও প্রভাষক তরুণ সেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এআইএস বিভাগের শিক্ষার্থী তৌফিক ইকবাল ও ফয়সাল ইকবাল।বিজ্ঞপ্তি।