প্রাইভেটকারে ২৬৫ বোতল বিদেশি মদ নিয়ে আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রাইভেটকারের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গত রোববার রাতে যশোর সদর উপজেলার বসুন্দিয়ার ঘুনির রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে এই মদ উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারটি জব্দ এবং চালক আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, তারা গোপন সূত্রে খবর পান সাদা রঙের একটি টয়েটা করোলা প্রিমিও প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১২-৪৫৩৭) করে এক ব্যক্তি বিপুল পরিমানে বিদেশি মদ ঢাকা থেকে যশোরে নিয়ে আসছেন।

এ খবর পেয়ে সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী গত রোববার রাত ৯টার দিকে পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুনসহ একটি টিম বসুন্দিয়ার ঘুনির রাস্তার মোড় রেলগেট সংলগ্ন যমুনা ফিড নামের একটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়।

এরপর রাত সাড়ে ১০টার দিকে সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী সেই প্রাইভেটারটি সেখানে এসে পৌঁছালে তার গতিরোধ করে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে, পেছনের সিটের পা রাখার স্থানে এবং পেছনের ডালার ভেতর থেকে ১৩টি কার্টনের ভেতরে রাখা ২৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এর মধ্যে আইস বার অল ভদকা ১৭ বোতল, রয়েল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি ১০ বোতল, ম্যাজিক মোমেন্টস গ্রাইন ভদকা ১৮ বোতল, জোহনাইন ওয়াকার ব্লাক ৪ বোতল, চিভাস রিগ্যাল ব্লেডেড স্কচ হুইস্কি ২ বোতল, স্টেরলিং রিসার্ভ বি-সেভেন ৩৭ বোতল, এসি ব্লাক পিউর গ্রাইন ডিলাক্স হুইস্কি ১২ বোতল, আইকোনিক হোয়াইট ফাইনেস্ট ৩৯ বোতল, ম্যানসন হাউস গোল্ড ১০১ বোতল এবং ওল্ড মোনক এক্সএক্সএক্স রাম ২৫ বোতল রয়েছে। সূত্র জানায়, প্রাইভেটকারের চালক আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলামনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।

ওই দফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, আটক আব্দুর রাজ্জাককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, যশোর শহরের প্রভাবশালী এক ব্যক্তির কাছে মদের এই চালানটি নিয়ে আসছিলেন। তবে ওই প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন পরিদর্শক নাজমুল হোসেন খান। তিনি বলেন, তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।