যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে প্রথমবারের মতো আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ। জেলার আটটি উপজেলা দল এ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। শামস-উল-হুদা স্টেডিয়ামে আজ দুপুর ২টা ৩০ মিনিটে টুর্নামেন্টের উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ। উদ্বোধনী খেলায় অংশ নেবে সদর উপজেলা ও শার্শা উপজেলা।

জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সভা কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ট্রফিসহ পাবে নগর দুই লাখ টাকা ও রানার আপ দলের জন্য নির্ধারণ করা হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা। এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ পাবেন পাঁচ হাজার টাকার ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট পাবেন কুড়ি হাজার টাকার পুরস্কার রয়েছে।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে সরকারের তারুণ্য উৎসবের অংশ হিসেবে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আয়োজকরা জানান, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ক্রীড়া সংস্কৃতির বিকাশ ও ফুটবলের প্রতি তরুণ প্রজন্মেও আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটি আহ্বায়ক যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, সদস্য সচিব মাহতাব নাসির পলাশ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।