মেহেরপুরের গাংনীতে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

0

লোকসমাজ ডেস্ক ॥ মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান-শুটার পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (৭ নভেম্বর) রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযান পরিচালনার সময় ভাটপাড়া এলাকায় ফেলে রাখা অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় জমা দিয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।