সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সোহানের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের আশ্রম রোডে নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন যশোর সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান (২৫)। সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোহানের স্বজনরা জানান, সন্ধ্যার কিছু পরে সোহান ব্যক্তিগত কাজে শংকরপুর আশ্রম রোডে যান।

ছাত্রলীগ নেতা

এ সময় ৭নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কামাল হোসেন তুহিনের ভাংড়ির দোকানের সামনে পৌঁছালে তুহিনের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রোহান, রাতিন ও তাদের বন্ধু আলামিন (ওরফে চোর আলামিন)সহ কয়েকজন তাকে অতর্কিত হামলা চালায়। তারা তাকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে পেটে একাধিক আঘাত করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন সোহানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব জানান, তার পেটের দুই পাশে ছুরির আঘাত রয়েছে, যা গুরুতর।

আহত সোহান যশোর শহরের বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে।

ঘটনার খবর শুনে রাতে হাসপাতালে ছুটে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এ সময় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দে গুড়িয়ে দে, আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে সহ বিভিন্ন স্লোগান দেন।