অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় মুখ্য ভূমিকা পুলিশের: মোস্তফা কামাল

খুলনায় পুলিশ ট্রেনিং সেন্টারে অতিরিক্ত আইজিপি

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা॥ পুলিশের অতিরিক্ত আইজি মো. মোস্তফা কামাল বলেছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পুলিশ মুখ্য ভূমিকা পালন করে আসছে। পুলিশের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা করা নয় বরং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্যোগ ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি।

বৃহস্পতিবার সকালে খুলনার মীরেরডাঙ্গা পুলিশ ট্রেনিং সেন্টারের ৫৯তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের বর্ণাঢ্য সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। এ সময় মঞ্চে ছিলেন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মাহবুবুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি টিআরসিদের মৌলিক প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে চৌকস, একাডেমিক ও মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি শেখ আবু তুরাব, মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি শাকিল হোসেনের হাতে সম্মাননা ট্রফি তুলে দেন।

সমাপনী কুচকাওয়াজে মোট ৫৪৬জন টিআরসি শিক্ষানবিশ পুলিশ সদস্য মৌলিক প্রশিক্ষণ শেষে অংশগ্রহণ করেন।