চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

0

চুয়াডাঙ্গা সংবাদাতা ॥ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের তদারকি অভিযানে অগ্নি নির্বাপক লাইসেন্স নবায়ন না থাকা এবং পণ্য মোড়কীকরণ নীতিমালা লঙ্ঘনসহ অন্যান্য ত্রুটির কারণে দুই প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিনব্যপি শহরে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিত্য প্রয়োজনীয় জ্বালানী গ্যাস তদারকির সময় নূর এন্টারপ্রাইজে অগ্নি নির্বাপক লাইসেন্স নবায়ন না থাকার কারণে প্রতিষ্ঠানটির মালিক আবুল কাসেমকে ১৫ হাজার টাকা ও গ্রীণ ফুড বেকারি পণ্য তৈরি কারখানা পণ্য মোড়কীকরণ নীতিমালা লঙ্ঘন এবং বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণ যথাযথভাবে না করার কারণে প্রতিষ্ঠানটির মালিক নাসির আহাদ জোয়ার্দ্দারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা আরোপের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে ত্রুটিসমূহ দ্রুত সংশোধন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

তদারকি কাজে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব সদস্য রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।