বিশেষ ক্ষমতা আইনের মামলায় শাহারুলকে শ্যোন অ্যারেস্টের আবেদন যশোর পুলিশের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী শাহারুল ইসলামকে শ্যোন অ্যারেস্টের জন্যে রোববার আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।
কোতয়ালি থানার ওসি মো. আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহারুল ইসলাম সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। সন্ত্রাসী বিরোধী আইনের একটি মামলায় বর্তমানে তিনি ঢাকায় কারাগারে আটক রয়েছেন।

পুলিশ জানায়, অরাজকতা পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাতক আনোয়ার হোসেন বিপুলের অর্থায়নে ও সার্বিক পরিকল্পনায় জেলা যুবলীগের নামে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ডিজিটাল প্রিন্টিং প্রেসে ব্যানার তৈরি করা হচ্ছিলো। এ খবর পেয়ে গত ২৯ অক্টোবর গভীর রাতে পুলিশ ওই প্রেসে হানা দিয়ে কয়েকটি ব্যানারসহ আনোয়ার হোসেনু বিপুলের ম্যানেজার দেব প্রসাদ মল্লিক ও প্রেস মালিক নাহিদ বিল্লাহকে আটক করে।

এ ঘটনায় এসআই মো. নাসির উদ্দিন আটক দুইজন ছাড়াও আরো ৮ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে কোতয়ালি থানায় মামলা করেন। আওয়ামী লীগের সন্ত্রাসী নেতা শাহারুল ইসলাম এ মামলার এজাহারভুক্ত আসামি। এ কারণে তাকে এই মামলায় শ্যোন অ্যারেস্টের জন্যে আদালতে আবেদন জানানো হয়েছে।