রামপালে বিএনপির প্রচার মিছিল,পথসভা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল প্রেস ক্লাবের সামনে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল শেষে রোববার বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী রামপাল, মোংলা ও ফকিরহাটের গণমানুষের মানবিক নেতা বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুর ইসলামের পক্ষে এই প্রচার মিছিল করেন রামপাল উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মিছিলটি রামপাল সদর থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, সাবেক সহ-সভাপতি তায়েব নূর, আব্দুলাহ আল আজমি, ফারুক আহমেদ, কাজী আজিয়ার রহমান, শাহজালাল গাজী, হুমায়ুন কবির হিমু, মোল্লা ফারুক হোসেন টিটু, আবু সুফিয়ান টুটুল, হাওলাদার আবু রাজিন প্রমুখ।