শার্শার দুই বন্ধুর রেকর্ড শিকার ১৬ কেজি ওজনের বিশাল পাঙাশ!

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে ইছামতি নদীতে ধরা পড়লো প্রায় ১৬ কেজি ওজনের একটি বিরল পাঙাশ মাছ। রোববার সকালে স্থানীয় দুই বন্ধুর হুইল (বড়শি) তে মাছটি ধরা পড়ে।

শিকারী দুই বন্ধু অগ্রভুলোট গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে বিল্লাল হোসেন (২৫) এবং একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে আব্দুর রহিম (২২)।

বিল্লাল হোসেন জানান, তারা সকালে নদীতে হুইল (বড়শি) ফেলে বসে থাকার সময় বড়সিতে প্রবল টান অনুভব করেন। এটিকে বড় কিছু ভেবে তারা মাছ ধরার নেট (জাঙলি) নিয়ে নদীতে নেমে মাছটিকে ডাঙায় তোলেন। পরে গ্রামের একটি দোকানে মাছটি ওজন দিলে ১৫ কেজি ৯০০ গ্রাম, যা প্রায় ১৬ কেজির কাছাকাছি।

দোকানদার শিপন হোসেন জানান, তিনি এর আগে এতো বড় পাঙাশ দেখেননি। পরে তারা কয়েকজন মিলে ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

স্থানীয় শিকারীরা জানান, শীতের আগমনে ইছামতি নদীতে পানি কমে যাওয়ায় বর্তমানে ৫/৭ কেজি ওজনের রুই, কাতলা, সিলভার ও পাঙাশ জাতের মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ছে। তবে এই প্রথম এতো বড়, প্রায় ১৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ তাদের হুইলে ধরা পড়ল।

শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, “এ মাছগুলো উজানের পানিতে ভেসে আসতে পারে। তবে এ উপজেলার কোনো মৎস্য খামার বা পুকুরে এত বড় মাছ চাষ হয় না। এবং এতো বড় মাছের ঘের ভেসে গেছে এমন তথ্যও আমাদের কাছে নেই।” তার ধারণা, মাছগুলো ভারতের বিভিন্ন এলাকা থেকে আসতে পারে।