যশোর ২৫০ শয্যা হাসপাতালে ব্যাগ ছিনতাইকালে নারী আটক

0

​স্টাফ রিপোর্টার।। যশোর ২৫০ শয্যা হাসপাতালের বর্হিবিভাগে রোগীর ব্যাগ ছিনতাইকালে এক নারীকে আটক করা হয়েছে। আটকৃত নারী জান্নাতি খাতুন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের হাসানের স্ত্রী।

বর্তমানে তারা স্বামী-স্ত্রী যশোর সদর উপজেলার রুপদিয়া চাউলিয়া গ্রামে বসবাস করেন। তাকে কোতয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

​কোতয়ালি থানার এস আই মোঃ আনিছুর রহমান জানিয়েছেন, রোববার বেলা ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) নিচ তলায় মেডিসন বর্হিবিভাগের সামনে থেকে ওই নারী ২ জন রোগীর টাকার ব্যাগ হাতিয়ে নেয়।

পরে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার রামনগর গ্রামের মোঃ হাসান আলীর স্ত্রী সাথী নামে এক রোগীর ব্যাগ হাতিয়ে নেওয়ার পরই লোকজন চোর জান্নাতিকে ধরে ফেলে।

​ভুক্তভোগী সাথী জানিয়েছেন, রোগীর ভিড়ের মধ্যে ওই মহিলা তার কাছ থেকে কৌশলে ব্যাগ ছিনিয়ে নিয়েছে।​পরবর্তীতে পুলিশের মহিলা সদস্য দিয়ে জান্নাতির দেহে তল্লাশী চালিয়ে টাকার ৩টি ছোট ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই ৩টি ব্যাগে ২ হাজার ১০৪ টাকা ছিল। চোর জান্নাতি স্বীকার করেছে যে টাকাগুলো বিভিন্ন রোগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে।