বাড়ি ভাড়া নিতে এসে ঘরে ঢুকে গৃহকত্রীকে বেধে ডাকাতি, দু নারীসহ আটক- ৩

0

খুলনা ব্যুরো ॥ খুলনা নগরীতে বাড়ি ভাড়া নেওয়ার নাম করে ঘরে ঢুকে গৃহবধূর গলায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালঙ্কারসহ প্রায় দু লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নগরীর পূর্ব বানিয়াখামার মিস্ত্রিপাড়া এলাকায়। এ ঘটনায় দু নারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

ভাড়াটিয়া পরিচয়ে বাড়ি ভাড়া নেওয়ার জন্য একজন পুরুষ ও দুজন নারী গত বৃহস্পতিবার নগরীর ওই বাড়িতে যান। সেখানে ঘর দেখার এক পর্যায়ে গৃহবধূর কাছে পানি পান করতে চান তারা। কথাবার্তার মাধ্যমে জানতে পারেন ওই সময় বাড়িতে গৃহবধূ ছাড়া আর কেউই নেই। এ সুযোগকেই বেছে নেয় ভাড়াটিয়া নামধারী দুর্বৃত্তরা।

তারা পিস্তল ঠেকিয়ে ওই গৃহবধূর মুখে টেপ ও ওড়না দিয়ে হাত পা বেঁধে টাকা ও স্বর্ণালঙ্কারসহ লুটে নেয় ১ লাখ ৮২ হাজার টাকার মালামাল। এ সময় দুর্বৃত্তরা গৃহবধূকে মারধরও করে। পরে নির্বিঘ্নে তারা ওই বাড়ি ত্যাগ করে।

এ ঘটনায় শুক্রবার গৃহকর্তা চয়ন কুমার মণ্ডল খুলনা সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তাৎক্ষণিক অভিযান শুরু করে।

শনিবার ভোর রাতে নগরীর খানজাহান আলী রোডে গ্লাক্সোর মোড় মসজিদ গলিতে অভিযান চালিয়ে দু নারীসহ ৩জনকে আটক করা হয়। এ সময় লুটকৃত কিছু টাকা এবং মোবাইল ফোনসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়। দুপুরে খুলনা সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়। উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শিহাব করিম ও খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

আটকরা হচ্ছেন বাগেরহাট সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের আমির আলীর পুত্র আরিফ হাসান রাসেল (২৯), মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামের শাহাদাৎ হোসেনের কন্যা মারিয়া আক্তার মুন্নি (১৯) ও খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মুক্তিবানী সংস্থা ও গিলবোর্ড সংলগ্ন দাউনিয়াফাদ গ্রামের সনজিত রায়ের স্ত্রী কলি পান্ডে (৪৫)। তারা সবাই নগরীর খানজাহান আলী রোডে গ্লাক্সোর মোড় মসজিদ গলি এলাকায় বসবাস করেন।

এ বিষয়ে কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, দুর্বৃত্তরা বাড়ি ভাড়া নেওয়ার নাম করে অপরাধ কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। এ কারণে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে বাড়ি মালিকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।