যশোরে গ্রামীণ ডাক কর্মচারীদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার॥ বর্তমান বাজারমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বেতন কাঠামো ও ন্যূনতম জীবনযাপনের নিশ্চয়তার দাবিতে যশোরে মানববন্ধন করেছে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়ন। শনিবার সকালে প্রেসক্লাব যশোর ও ডাকঘর চত্বরে এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ ডাক কর্মচারীরা অংশ নেন।

এসময় বক্তব্যকালে মানববন্ধনকারীরা বলেন, আমাদের বেতন কাঠামো এখনো ব্রিটিশ আমলের মতোই রয়ে গেছে। একজন পোস্টমাস্টারের বেতন মাত্র ৪ হাজার ৪৬০ টাকা, পিয়নের ৪ হাজার ৩৫৪ টাকা, রানারের ৪ হাজার ১৭৭ টাকা ও অফিস আয়ার ৪ হাজার ৬০ টাকা-এই টাকায় পরিবার-পরিজন নিয়ে এক মাস সংসার চালানো অসম্ভব।

এসময় বক্তব্যকালে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আকাশ খান বলেন, ডাক বিভাগের ডিজি মহোদয়ের অনাগ্রহের কারণে দেশের প্রায় ২৬ হাজার গ্রামীণ ডাক কর্মচারী মানবেতর জীবন যাপন করছে।

তারা জানান, প্রতিদিন জনগণের গুরুত্বপূর্ণ চিঠিপত্র, মানি অর্ডার, ড্রাইভিং লাইসেন্সসহ নানা সরকারি নথি পৌঁছে দিচ্ছেন তারা, কিন্তু তবুও প্রাপ্য মর্যাদা ও ন্যায্য বেতন পাচ্ছেন না।