বেনাপোল সীমান্তে ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ জব্দ

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণে আমদানি নিষিদ্ধ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ জব্দ করেছে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (০১ নভেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন খবর পেয়ে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বিজিবির অভিযান পরিচালন করে বেনাপোল বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে বিপুল পরিমাণে আমদানি নিষিদ্ধ ভারতীয় হোমিও প্যাথিক ষুধ জব্দ করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়েন ল্যাগেজ পার্টির সদস্যরা। জব্দ করা ওষুধের দাম ৮ লাখ ৮ হাজার টাকা। ওষুধগুলো বেনাপোল কাসটমস গুদামে জমা দেওয়া হয়েছে। বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।