ফ্যাসিবাদের দোসররা পুনরায় মিডিয়া হাউজগুলোতে আধিপত্য কায়েম করেছে

২১ দফা দাবিতে এমইউজে খুলনার বিক্ষোভ সমাবেশে

0

খুলনা ব্যুরো ॥ ৩৬ জুলাই ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী গণমাধ্যমে কাক্সিক্ষত পরিবর্তন আসেনি দাবি করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেছেন, ফ্যাসিবাদের দোসররা পুনরায় মিডিয়া হাউজগুলোতে আধিপত্য কায়েম করেছে। সাংবাদিকদের ওপর নিবর্তনমূলক নানা ঘটনা প্রমাণ করে মিডিয়া নিয়ে দলদাস গোষ্ঠীর চক্রান্ত শেষ হয়নি। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় ধরে রাখতে এবং এর সুফল পৌঁছে দিতে খুলনার সাংবাদিক সমাজ অতীতের মতো রাজপথের তীব্রতর আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত আছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালা-কানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এমইউজে খুলনার নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, সাবেক নির্বাহী সদস্য খলিলুর রহমান সুমন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার আমিরুল ইসলাম ও এম এ জলিল, বাংলা নিউজ-২৪ ডট কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না প্রমুখ।