চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ জরুরি সভা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা বাজারে বেলা প্রি ক্যডেট স্কুল চত্বরে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ৬ নভেম্বর সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা এবং ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে দলের করণীয় বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।

উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে জরুরি সভায় আলোচনা করেন যশোর জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চলের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সিনিয়র সহ সভাপতি ইউনুচ আলী দফাদার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক ড. জহুরুল ইসলাম, পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগার আলী, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবু, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির নেতা শরিফুল ইসলাম,ধুলিয়ানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, কৃষকদলের উপজেলা শাখার সভাপতি আজগার আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।

এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উল্লিখিত কর্মসূচি যথাযথ ভাবে পালনে সকলে একমত পোষণ করেন।