‍‘মিথ্যা’ চাঁদাবাজি মামলায় মনিরামপুর থানা বিএনপির আহ্বায়কসহ ১১ জন খালাস

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ ১/১১ সরকারের আমলে দায়েরকৃত চাঁদাবাজি মামলায় মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনসহ ১১ জন খালাস পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম মামলায় রায়ে তাদের খালাস দেন।আর এ বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ ইকবাল হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মকবুল ইসলাম। ঝাঁপা বাওড়ের তৎকালীন সম্পাদক গোপাল বিশ্বাষ বাদি হয়ে চাঁদাবাজির এ মামলাটি দায়ের করেন।

অ্যাডভোকেট মকবুল ইসলাম জানান, গোপাল বিশ্বাস বাদি হয়ে থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, ঝাপার সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, মাদ্রাসা শিক্ষক আবদুর রশিদ মুকুলসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে দুই লাখ টাকার চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে ১/১১ সরকারের আমলে থানায় মামলাটি করেন। পরে ২০১১ সালের দিকে মামলার তদন্তকারি অফিসার ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন ধরে স্বাক্ষীদের শুনানীতে অভিযোগ প্রমানিত না হওয়ায় গতকাল বৃহস্পতিবার আদালত এ মামলার চুড়ান্ত রায়ে শহীদ ইকবাল হোসেনসহ সব আসামিকে খালাস দেন। অবশ্য ইতিমধ্যে ১১ আসামির মধ্যে একজনের মৃত্যু হয় এবং অপর একজন বিদেশে রয়েছেন। অন্যদিকে রায়ের পর বিএনপির নেতাকর্মীরা আদালত চত্বর থেকে শহীদ ইকবাল হোসেনসহ অন্যদেরকে অভ্যর্থনা জানান।