সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা মুজিদের দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বার আব্দুল মজিদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে নিজ গ্রাম জামলতায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে তার।

জানাজায় যশোর জেলা বিএনপির সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, জামায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুস আলী দফাদার, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলীবুদ্দিন খান, বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবু প্রমুখ অংশ নেন।

এদিকে শুক্রবার সকালে বিএনপি নেতা আব্দুল মুজিদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

বিএনপির নেতাকর্মীসহ স্থানীয়রা একনজর দেখতে ভিড় করেন। খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুম আব্দুল মুজিদের বাসায় আসেন।