যবিপ্রবিতে এসইএম দক্ষতা বিষয়ে কর্মশালা

0

লোকসমাজ ডেস্ক ॥ শিক্ষক-শিক্ষার্থীদের স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ (এসইএম) বিষয়ে দক্ষতা অর্জনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফিল্ড ইমিশন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোসকপি: আধুনিক গবেষণায় প্রয়োগ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে জিনোম সেন্টারের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

কর্মশালায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলে। যবিপ্রবির গবেষণাকে উন্নত করতে গবেষণাগার আধুনিকায়ন করার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালা আগামীতে আরও বৃদ্ধি করা হবে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও জিনোম সেন্টারের উপপরিচালক ড. মো. আলাউদ্দিন।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন যবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান ও জিনোম সেন্টারের ল্যাব টেকনিশিয়ান দিপঙ্কর চক্রবর্তী। এছাড়া সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জিনোম সেন্টারের সহকারী টেকনিক্যাল অফিসার আলী আহসান সেতু ও পিএ মাসুদুর রহমান।বিজ্ঞপ্তি।